আমাদের কথা খুঁজে নিন

   

ধ্যান ভেঙ্গেছে আমার...

কেমন করে সময় কেটে যায়...

আমি তোমার শৈশব দেখিনি... দেখেছি তোমার বালিকা-বেলা... কি অদ্ভুত ছিল, তোমার প্রাণ-চঞ্চলতা!!! তোমার উচ্ছলতা!!! তোমার রাঙ্গা-চরণে,ছিল গতির ছন্দ... যে ছন্দ,অনুরণন তুলেছিল আমার কিশোর মনে, তার তুলনা আমি কোথায় পাই??? এতো ভুলবার জিনিস নয়!!! সেই ছোট্ট বয়সে, অসাধারণ হয়ে ধরা দিয়েছিলে আমার চোখে...মনে... আর দশজনের চেয়ে,আলাদা হয়ে... আমি তোমাকে দূর হতে দেখার চেষ্টা করেছি... সরাসরি তাকাতে পারিনি অজানা ভয়ে... এর মাঝেই তোমার, কিশোরী-বেলা গেল... বয়ঃসন্ধি গেল... তুমি ঘুমিয়ে ছিলে আমার মনে,আমি ছিলেম তোমার ধ্যানে... তোমার ছোট থেকে বড় হওয়া... প্রতিদিনের বেড়ে উঠাতে,উপলব্ধি করতে চেয়েছি... প্রতি পলে,প্রতি ক্ষনে... তোমার প্রতি ছিল আমার,শুভ-কামনা... এখন তোমার দু'চোখ ভরা স্বপ্ন... এই স্বপ্নের দিনে, তুমি আবার অসাধারণ হয়ে ফিরে এলে,আমার কাছে... তুমি ধ্যান ভেঙ্গেছ আমার... তোমার নিজের হাতে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।