প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
রজনী প্রভাত হলো ডাকে কোকিলা
কার কুঞ্জে ভুলিয়া রহিলা... (উকিল মুনশি)
বেদান্তচোখ তোমার মেলে রাখো আমার নাগালের বাইরে। হয়তো আলোকবর্ষ তবু আমি যাব। যেতেই হবে। চোখ খুলে নাও প্রিয়সখা চোখ খুলে নাও। চোখওঠা লাল লাল রঙ আমি রক্ত ভেবে ভ্রমি রোজ।
তুমি কি রাত?তুমি কি ভুল?তুমি কি হাওয়া?তুমি কি তুমি?
আসো কবিতা পড়ি। নীল জোছনার কবিতা অথবা সাদা ঘোড়ার কবিতা। সনেটে সনেটে মাতিয়ে তুলি সন্ধ্যা। আজ কোন অভিমান নয়। শুধু ভালোবাসা আর বাসি।
মেঠো পথ আর লিলুয়া বাতাসে হাসনাহেনা আর কাঠগোলাপের সুবাস। চোখ খুলে ফেলো। ত্বক খুলে ফেলো। শ্রবণ ও শ্রাবণ খুলে ফেলো জোনাকী। আমিও তোমার সাথে জ্বলতে চাই।
বাতাসের হাট বসে নীলছায়ার গদি এঁটে। বাতাসে ভর করে জানালায় থামে আলো। তারপর কেবল অনবদ্য স্রোত আর স্রোতের শরীর ছুঁয়ে ছুঁয়ে ঘুম। তুমি ঘুম বাসো ভালো?তুমি চুম বাসো ভালো?তুমি নদ ও নর বাসো ভালো?
এক আকাশে একফোঁটা জল আর কয়েকফোঁটা ঠোঁট। ধূ ধূ পথ জুড়ে বালি ও রোদ।
সিলিকা ও হিলিয়াম। ঘাস আর ছাই। কার্বন আর মিথেন। আর তুমি,আর আমি। জলজ আর সরোজ।
বৃত্ত হতে বৃত্ত ক্রমশঃ প্রলম্বিত। আসো প্রিয়া ভুল করি। ভুল করে অন্তর্গামী হই। জনক হই। জননী হই।
আসো ভুল করি। হারিয়ে যাবার আগে চিহ্ণ রাখি সমগ্রে। তিরতির কাঁপে পেট ও চোখ। আসো ঠিক করে ভুল করি আরেকবার। আদমের মত।
ইভের মত। যীশু ও ঈশ্বর ও বুদ্ধ ও ভগবানের মত। হেরা আর জিউসের মত। আসো প্রিয়া আসো আসো। আসো আসো।
হেরা আর জিউস হই।
চাঁদ হই বরং। আমি স্রোত দেব। তুমি নদী দেবে। আমি জল দেব।
তুমি পূজা দেবে। তবু এই দেয়ালের শরীরে...সব রঙ...সব সুখ...
I don't think you trust
In, my, self righteous suicide
I, cry, when angels deserve to die
In, my, self righteous suicide
I, cry, when angels deserve to die.......
আসো অনুভূতির দুয়ার খুলি। চোখ খুলি। দৃষ্টি ও বস্ত্র খুলি। তারপর হারিয়ে যাই চলো......
In, my, self righteous suicide
In, my, self righteous suicide
In, my, self righteous suicide
In, my, self righteous suicide
In, my, self righteous suicide....................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।