দিন গড়িয়ে যায় দেখতে দেখতে......আমিও ফিরতি প্লেনে চেপে বসি একদিন। আকাশে উড়াল দিতে মনে হয় আগে কখনও এত ভাল লাগে নাই। এর আগে কোথাও যাওয়া হয়েছে শুধু গন্তব্য পৌছাবার জন্যই.....। এবার গন্তব্য পৌছাবার তাড়া আছে, আছে উত্তেজনা, ভাললাগা....বুক ধুকপুকানি। কারন এবার আমার ফিরে আসা তার কাছে.......যাবার মুহুর্তে যার সাথে একবারও দেখা হলো না....শুধু দুর থেকে মুঠো ফোনে বলা হলো মনে যা ছিল, সেই মুখটাকে কে আকাশ থেকে নেমেই চোখের সামনে দেখে মনে হলো এর চাইতে বেশি ভাল মনে হয় আর কিছু হতে পারত না ঐ মুহুর্তটাতে।
দৃষ্টি দিয়ে দৃষ্টিকে ছুয়ে দেয়া সেটাই যেন অনেক পাওয়া তখন!!
এর পর কতটা পথ একসাথে হেটেছি আমরা কেউ ভাবিনি........"আমরা দুজন একই গাঁয়ে থাকি এই আমাদের একটি মাত্র সুখ"....তখন, এইটুকু ভাবনাই আমাদের মন প্রান ভরিয়া রাখে। যদিও তার অন্য পাড়ায় বাড়ি.....মনে মনে বলি - আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি...।
আমার রাত জাগা তারা তবুও আমাদের তখন একমাত্র সুখ ছিল যে আমরা এক আকাশের নিচে থাকি, একই জোছনা আমাদের গা ধুয়ে দেয়, একই সুর্য আমাদের চুমে যায়.....। আমাকে যে বাতাস ছুয়ে দেয় সেই সেই একই বাতাস বয়ে নিয়ে যায় আমার বার্তা তার কাছে। দু'জনে একটা একটা করে দিন গুনি....একটু একটু করে স্বপ্ন দেখি একদিনের ।
দু'জনেরই মনে ভয় হারাবার তবু দু'জনেই প্রানপন চেষ্টা করি তৈরি হবার......সেই একদিনের জন্য। কালো অন্ধকার টানেলের শেষ প্রান্তে আলোটার দিকে তাকিয়ে আমরা হেটে চলি সেই একদিনের দিকে।
একটা একটা করে হেড লাইটের আসা আর রিয়ার লাইটের যাওয়া দেখি ঝিমঝিমে চোখে....কালো গাড়ি, সাদা গাড়ি, নীল গাড়ি, লাল গাড়ি......একটা একটা করে আসে আর যায়......কখনও কোনো গাড়ির হর্ন শুনে চমকে উঠি ভাবি এই বুঝি সে....আমি অপেক্ষায় থাকি সেই স্ফটিক স্বচ্ছ ডাবল লাইটের। তাকে খুজি, সব জায়গায় খুজি.....সে আমাকে ডেকে যায় সারাক্ষন, সারা বেলা, সারা মুহুর্তে....এমন অনুভূতি আমার অজানা.....খুবই অজানা!
ডেকে যায়, ডেকে যায়, কি কথা সে রেখে যায়
সে আসে একসময়......আমাদের সময় যেন পলকে উরাল দেয় সাত সাগর তের নদি। ইচ্ছে করে সময় কে বেধে খাঁচায় পুরি......।
কত যে দরকারি কথা, কাজ বলা হয় না আমাদের....এত ব্যস্ততায় সব ভুলে যাই......ব্যস্ততা আমাদের নিজেদের নিয়ে.... ছুয়ে দেখা বিন্দু বিন্দু করে....গন্ধ নেয়া একটু একটু করে.....আঙুলে আঙুল বুলিয়ে কষ্ট ভুলিয়ে দেয়া প্রতিদিনের, বিকেলের রোদ মেখে দুজনের কনে দেখা আলোয় ভেজা.....কত শত ইতিহাস আমাদের.....। ভাবি আমাদেরও ইতিহাস আছে....ভাবতে কিযে ভাল লাগে এই কথাটা...আমরা আমাদের ইতিহাস ঘেটে ঘেটে প্রথম হাত ধরা, প্রথম শীত করা, প্রথম কেঁপে ওঠা, প্রথম ছুয়ে দেয়া, প্রথম সাগর দেখা, প্রথম পাশাপাশি সবুজ ঘাসে শুয়ে আকশে তারা দেখা..... একসাথে সব সব আবার আবার করে পড়ে দেখি, আমরা হাতে হাত রেখে আমাদের...একান্তই আমাদের ইতিহাস পড়ি।
এই যে এত কাছে আমরা, এই যে এত চিনি দুজনকে, তবু তবু কেন যে মনে হয় মাঝে মাঝে আরো জানা হয়নি একজন আরেকজনকে.....আরো জানতে চাই, খুড়ে খুড়ে আরো গভীরে যেতে চাই.......। একটা একটা করে দিন চলে যায় আমাদের ছোট ছোট কথা, ছোট ছোট দুষ্টুমি, ছোট ছোট গল্প, ছোট ছোট কাছে থাকা, ছোট ছোট দুরে যাওয়া.......উমম মনে বাজে -
গুড়ো গুড়ো নীল রং পেন্সিল জোছনার জল,
ঝুরো ঝুরো গাছ আগুন ছোয়াচ ঢেকেছে আচল
ফুটপাথে ভীর জাহাজের ডাক ফিরে চলে যায়....
কথা ছিল হেটে যাব ছায়া পথ
আজও আছে গোপন ফেরারী মন .......
আজও আছে গোপন ফেরারী মন
স্বপ্ন কে ছুয়ে দিতে হলে অনেকটা দুর হেটে যেতে হয়......কথাটা আমাদের চাইতে কি আর কেউ ভাল করে জানে? স্বপ্ন যেন "ছিবুড়ি" খেলার সেই বুড়ি। তাকে পেতে হলে নিজেকে দমের উপরে রেখে সারাক্ষন ছুটে চলতে হয়।
আমারও তাই আমাদের স্বপ্নকে ছোবার জন্য দু'জন নিজেদের দমের উপর রেখে ছুটে চলেছি...। কখনও কখনও মনে হয়েছে এই বুঝি বুড়ি আমাদের ফাঁকি দিয়ে পালালো....মুহুর্তের জন্য হলেও যে একটু ভেঙে পরি না একথা অঃস্বিকার করার উপায় নেই ....তবু আবার সোজা হয়ে উঠে দাড়াই....। রাতের পর রাত যে ঘুমহীন কাটে নাই সেকথা না বলবার কিছু যে নেই....। না পাবার কষ্ট কুড়ে কুড়ে খায় মনকে সারাক্ষন.......মাঝে মাঝে মনে হয় এই বুঝি তাকে হারিয়ে ফেললাম...।
মন হাওয়ায় পেয়েছি তোর নাম
আবার যখন তার গন্ধ পাই, আবার যখন তার চোখে চোখ রাখি তখন আমাদের স্বপ্ন গুলো সব সত্যি হয়ে ওঠে.....।
বুঝি মনে পানি পিপাসার মত পিপাসা ছিল একজনের জন্য আরেকজনের... বলি -
তোর জন্য আমার পেট পোড়ে
সে বলে - যা পানি খা....
না পানি খাবো না আমার পেট ব্যথা করে
সে বলে - তোমাকে সুন্দর লাগছে আজ
আমি বলি - তাই? থ্যাক্স!
সে বলে - থ্যাক্স দিয়ে কি করব
আমি বলি - উমমমম..... ভেজে খাও!!
অথবা সাত সকালে লিখে পাঠাই - হুতুম ভুতুম বাচ্চা, মর্নিং!
সে লিখে পাঠায় - কুই কুই কুই!
এমনই আমাদের একটা একটা করে দিন কাটে স্বপ্নের দিকে হেটে হেটে, সুখে দুখে এক পা দু'পা করে.....একটু একটু করে....এক বিন্দু এক বিন্দু করে এগিয়ে.....আমরা স্বপ্ন ছোবার স্বপ্ন দেখে চন্দ্রাহত মনাব মনবী হেট চলি ক্লান্তিহীন ভালবাসায়....... যেন মুঠোয় ধরা ভালবাসার সোহাগি রুমাল।
মুঠোর রুমাল
এটাই তো ভালবাসা তাই না????
আমার আগের কোন একটা লেখার পরের অধ্যায় এটা....আগের কোন লেখাটার পরের গল্প এটা আমি তা বলব না.....সেটা খুজে বের করবার দায় পাঠকদের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।