সুতো ছেড়া ঘুড়ি
না দেখা চোখে কি থাকে বলো,
কত কথা ! কত গান !
না দেখা সমুদ্রের অতল গভীরে
যদি যাই,
যদি আকাশের নীলিমা ছুয়ে ওপারের
ডাকে সারা দিয়ে যাই
তবেই কি পাব তোমায়......
.......................বলো।
শাখায়িত ঝাউগাছের মাঝে ; ছোট্ট
এক ঝোপে ঘুপটি মেরে বসে
যদি তোমার অপেক্ষায় থাকি
না দেখাকে দেখার প্রত্যাশায় ;
অচেনাকে চেনার কিংবা....
.................... অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষায়।
তারপর কেটে যাবে হয়তো
আরও একটা জনম ; কিন্তু
তোমাকে দখার বা পাবার আকাঙ্খা
জানি মিটবে না কোনদিন।
কিন্তু তারপরও......
আমি আছি, ছিলাম, থাকব ;
তোমারই জন্য
.....................অপেক্ষায়।
তারপর ..........................
-৭/৯/২০০০
চিলমারী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।