আমাদের কথা খুঁজে নিন

   

তারপর

আমার ভেঙে যাওয়া টুকরোগুলো কুড়িয়ে আবার তৈরী করছি কাউকে, চেনা এবং অচেনায়। সময়ের অনুভূতি নেই, স্বপ্নালু মনের নৌকা ভেড়ে সেখানেই- যেখানে কথার মোড়ে একটি শব্দের কাছে করজোড়ে মেনে নেয় প্রাণভরে ঋণ, 'আমার আকাশ তুমি করেছো রঙিন!' তারপর, তুমি এক অনন্য মানুষ- তোমার প্রতিটা শব্দ অলৌকিক, অপুরুষ- একটা ধ্বনির রেশে আছন্ন আবেশে অন্যান্য সুরগুলো ফাঁকি দেয় শেষে! তারপর, মূল্যহীন আমার বাস্তব- একটি স্বপ্নের কাছে হীন তুচ্ছ সব, কেবল একটা চাওয়া, গোধুলী রঙ স্বপ্নে থাকুক মাখা একটু বরং, না হোক আকাশ, মন; প্রজাপতি, ঝিল- তারপরে চিহ্ন থাক এতটুকু, তিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।