নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
আমার বন্ধুর মামাতো ভাই। রাজশাহীর চারাঘাটে তাদের বাসা। নিজেদের জমি বলতে প্রায় ৪০বিঘার উপরে। তার বড় অংশজুড়ে রয়েছে আম বাগান। কাজেই তাদের মাসিক আয় ছয় সংখ্যার ঘরে।
এলাকাতে যথেষ্ট প্রভাবশালী। বড়ভাই মনবসু স্কলারশীপ নিয়ে জাপানে আছে।
কোন এক দুষ্ট গ্রহের ( ) প্রভাবে বন্ধুর সেই মামাতো ভাই ডেসটিনির বৃক্ষরোপন কর্মসূচীতে যোগদান করেছে। ৫,০০০ টাকার বৃক্ষরোপনের বিনিময়ে ১০ বছর পর ৩০,০০০ টাকা দিবে। এখবর শুনে তার গ্রামের এক কৃষক তার কাছে জানতে চাইলো- "বাবা, তোমার বাপেরতো সম্পত্তি কম নাই, তুমি কেন নিজের জমি রাইখা আরেকজনের জমিতে গাছ লাগাইতে গেছো? তারা যদি ১০বছর পরে তাদের লাভ সহ ৩০,০০০ টাকা দিতে পারে তাইলে তোমার জমিতে তুমি ৪০,০০০ টাকা পাইবা।
তোমার গাছ তুমি কেন নিজের জমিতে লাগাইলা না?"।
বন্ধুর মামতো ভাই লা জওয়াব
ডেসটিনির বৃক্ষরোপন সম্পর্কে জানতে Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।