ুিাুাুৃিাুাৃুা
আর্জেন্টিনার পরাজয়ে মনটা ভীষন ভারী
তাহার চাইতে কষ্টদায়ক মানুষের টিটকারী
যতই চাই ভূলতে হারার তিক্ত অভিজ্ঞতা
দুর্মুখেরা ততই মারে নুন মরিচের ছিটা
কারো আবার দিলের মধ্যে লাগছে এমন চোট
খেলার বদলে দেখে খালি সিনেমা আর নাটক
কেউবা আবার ডরের চোটে লুকায় খাটের নিচে
বেফাঁস কথা কইয়া তারা মহাফাপরে আছে
মুসিবতে পড়ছে মোদের আমানুল্লা খান
বলেছিলেন হাইরা গেলে বদলাইয়া ফেলবেন নাম
ধোপদুরস্ত পাঙ্কু আরিফ তিনিও হারছেন বাজি
আদনানরে খাওয়াইতে হইবো দুই ফুলপ্লেট হাজী
জাকির ভাই-ই একমাত্র বাঁচছেন চামে চামে
যদিও কিছু খর্চা হইছে সিগারেট আর পানে
পাশের বাড়ির ভাবী আর বাড়ীওয়ালার গিন্নী
তাদের আর দিতে হইবো না মসজিদে গিয়া শিন্নি
আর্জেন্টিনার সমর্থকদের এমনই এক বরাত
ইহজনমেও মনে হয়না জিতবো বিশ্বকাপ
সমস্বরে দলের কাছে দাবী শুধু একটাই
মরার আগে একবার হইলেও কাপ জিতবার চাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।