আমাদের কথা খুঁজে নিন

   

মুরসি সমর্থকদের বিক্ষোভ, ‍নিহত ৬

মিশরের রাজধানী কায়রোসহ সারাদেশে গতকাল শুক্রবার অনুষ্ঠিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। আর এতে ছয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল এবং মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ-সমাবেশ শুরুর পর সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার জুমা নামাজের পর সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মুরসির হাজার হাজার সমর্থক ও ব্রাদারহুড কর্মীরা কায়রোর রাস্তায় বেরিয়ে আসেন। এ সময় তারা শ্লোগান দেন, 'মিশর ইসলামিক রাষ্ট্র। কোনো সেক্যুলার রাষ্ট্র নয়।'

মিশরের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, কায়রোসহ কয়েকটি জেলায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এসময় সংঘর্ষে ছয়জন মারা গেছে।

তবে ব্রাদারহুড উল্লেখ করেছে তাদের সাত সমর্থক নিহত হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.