আমাদের কথা খুঁজে নিন

   

হামলা ভাঙচুর আগুন লুটপাট

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দুই নেতা ও জাসদের তিন সমর্থককে পিটিয়ে আহত, প্রচার মাইক ভাঙচুর, ঝালকাঠির রাজাপুরে বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা, আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন, বরিশালের হিজলায় বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা এবং বাগেরহাটের মোল্লাহাটে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে পুলিশি তল্লাশির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই বিএনপি নেতাকে পিটিয়েছে সরকারদলীয় প্রার্থীর লোকজন। আহত একজনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া জাসদ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর ও প্রচারকাজে অংশ নেওয়া এক প্রতিবন্ধী যুবককে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। আর এসব হামলায় নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছেলে ও ভাই। জাসদ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শরিফুল কবীর স্বপন গতকাল নিজ বাড়ির আঙিনায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন। তবে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আল মামুন ও এমপিপুত্র কলিন্স এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব অভিযোগ করা হচ্ছে। এদিকে এই অব্যাহত সহিংস ঘটনায় এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ২৩ মার্চ উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাসিমউদ্দিন আকন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গভীর রাতে রাজাপুরের মঠবাড়ি ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, শুক্তাগড় ইউপি চেয়ারম্যান তালুকদার আবুল কালাম আজাদ ও ফিরোজ আকনের বাড়িতে আওয়ামী-যুবলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালায়। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরউজ্জামান মনির তার দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর-অগি্নসংযোগ ও নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন। এ জন্য তিনি বিএনপি সমর্থকদের দায়ী করেছেন। গতকাল দুপুরে জেলা রিটার্নিং অফিসার একেএম সোহেল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণসহ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেন। বরিশাল : হিজলা উপজেলায় বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল গফ্ফার তালুকদারের ওপর হামলা করেছে ছাত্রলীগ। গত বুধবার রাতে হিজলার দুর্গাপুর বাজারে গফ্ফার তালুকদারের নির্বাচনী কার্যালয়ে বসা অবস্থায় এ হামলা চালায় ছাত্রলীগ। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে গফ্ফার তালুকদারসহ ৪ জনকে কুপিয়ে জখম করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসা দেওয়া হয়েছে। বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাট ও চিতলমারীতে ২৩ মার্চের উপজেলা নির্বাচনে শাসকদলের প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল মহড়া, বিএনপিসহ ১৯ দলের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা-মামলা, মারপিট-আগুন, ভোট কেন্দ্রে গেলে জীবননাশের হুমকিসহ পুলিশ এখন প্রার্থীসহ নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি ও তছনছ করছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। গতকাল দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা বিএপির সিনিয়র সহসভাপতি অ্যাড. শেখ ওয়াহিদুজ্জমান দিপু এসব অভিযোগ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.