আমাদের কথা খুঁজে নিন

   

দেয়ালের দুই পাশের ছবি


দেয়ালের এই পাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেয়াল জুড়ে শোভা পাচ্ছে মনোমুগ্ধকর পেইন্টিং সামিয়ানা টানানো হয়েছে, আছে বড় পর্দা সারাক্ষণই গান বাজনা আর খেলার সময় খেলা দেখা... আর খানাপিনা তো আছেই। খেলা শুরু করার আগে বিশাল স্পীকারে গান বাজানো হয়- তা মিনা মিনা ইয়ে ইয়ে ওয়াকা ওয়াকা হে হে ......................... দিস টাইম ফর আফ্রিকা আর পর্দায় দেখা যায় উদ্দাম নৃত্য দেয়ালের অন্য পাশটা একেবারেই নীরব তবে কয়েকমাস পর পর এই পাশটাতে নতুন করে একটা গর্ত করা হয় গর্তে একজনকে শুইয়ে রেখে মাটি দিয়ে ঢেকে দেয়া হয় চারপাশের লোকজনকে তখন ক্ষণিকের জন্য হলেও কিছটা চিন্তিত মনে হয় , হয়তো গর্তে নিজেকে কল্পনা করে ভীত হয় সব আনুষ্ঠানিকতা শেষ হলে সবাই যার যার মত ফিরে যায়, শুধু ঘুমন্ত লোকটা একা পড়ে থাকে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।