হাতটাকে ছুয়েছ উত্তাপ নিয়েছ, ছড়িয়ে দিয়েছ চারিদিকে , আমি শীত চাদর খুলে কুয়াশায় পা ফেলে চলেছি তোমার অভিমুখে ।
দেয়ালের ওপাড়ে আছে আকাশ
খেয়ালের নানা রঙ আেছ বাতাস
সে আকাশ দেখা হয় না
সে বাতাস এসে ছোয় না
কেঁদে যাই, কেঁদে যাই,কেঁদে যাই
না কেমন করে বলো ওই যাই
যেখানে তুমি আর তোমরা আছ সবাই ।
(সংগ্রহ )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।