আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাইয়া রসিকতা



ঢাকাইয়া রসিকতা একদিন এক কসাই তার ছোট ছেলেকে সাথে নিয়ে ছাগল, কয়েকটা খাসি, ছাগী ও পাঠাসহ হাটে যাচ্ছিল। তখন এক হিন্দু ভদ্রলোক ডাকে-"এই পাঠা এই পাঠা।" সাধারণত আমরা জিনিসের নাম ধরেই বিক্রেতাকে ডাকি কিন্তু কসাই থামছে না, সে চলে যাচ্ছে। তখন ভদ্রলোক আরো জোরে ডাকে, -"এই পাঠা, এই পাঠা, শুনতে পাও না?" তখন সেই কসাই থেমেছে। পাঠা পাঠা বলে ডাকার জন্য তার খুব রাগ। সে তখন তার ছেলের জিম্মায় সব ছাগল রেখে একটা পাঠার কান ধরে টানতে টানতে সেই হিন্দু ভদ্রলোকের সামনে নিয়ে এসে পাঠার গালে খুব জোরে থাপ্পর মারে আর বলতে থাকে -"হালারপো হালা, কানে হুনবার পাও না, তোমার বাপ হালায় যে চিল্লাইয়া চিল্লাইয়া ডাকবার লাগছে!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.