আমাদের কথা খুঁজে নিন

   

পরকাল হইতে আগত একজন মুক্তিযোদ্ধার পতাকা উত্তোলন

যে মুখ নিয়ত পালায়......। ।

একজন মুক্তিযোদ্ধার সারা জীবন পর্যালোচনা করে সৃষ্টিকর্তা দেখলেন লোকটা আসলেই তো ভাল। সারা জীবনে কিছুই পায় নি। যুদ্ধে মা,বাবা,ভাই,বোন,স্ত্রী‌,পুত্র সবাইকে হারিয়েছিল তারপর দেশ কে স্বাধীন করতে নিজেই শহীদ হয়েছে।

স্বাধীন দেশে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে নি। সৃষ্টিকর্তা লোকটিকে বললেন, বতস তুমি খুব ভাল ভাবে জীবনলীলা সাঙ করিয়াছ। এখন বল তুমি কি চাও? লোকটি সাহস করে বলল, প্রভূ আমি আমার স্বাধীন দেশে একবার যেতে চাই। স্বাধীন দেশে নিজ হাতে পতাকা উড়াইব এইটা আমার জীবনের স্বপ্ন ছিল। এই পতাকার জন্য আমি সব হারাইয়াছি কিন্তু তা এক নজর দেখিতেও পারি নাই।

সৃষ্টিকর্তা বলিলেন, ঠিক আছে। তুমি পতাকা উড়াইয়া আস। লোকটি পতাকা উড়াইতে গেল। কিছুক্ষন পর সে আবার পরকালে ফিরিয়া গেল। সৃষ্টিকর্তা সকৌতুকে বলিলেন, পতাকা উড়াইয়াছ? লোকটি চিন্তিত মুখে উত্তর দিল, প্রভু আমার দেশে এখন অনেক পতাকা।

তারমধ্যে কোনটা স্বাধীন বাংলার পতাকা বুঝিতে পারি নাই। অগ্যতা পতাকা না উড়াইয়া একটা কাঠের খুটি পুতিঁয়া দিয়া আসিলাম। কোন এক বঙসন্তান আমার হয়ে খুটিতে স্বাধীন বাংলার পতাকা উড়াইবে এটাই শেষ ভরশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.