আমাদের কথা খুঁজে নিন

   

"পরকাল বলে কিছু নেই : হকিং"



প্রতিটা মানুষের একটা ধর্ম থাকে, ধর্মের ছায়াতলে আমরা শান্তি খুজে পাই। প্রতিটা ধর্মতে পরকাল নিয়ে কথা আছে,আমি বুঝিনা মানুষ কেন ধর্ম নিয়ে এতোটা মাতামাতি করে? আর কি কোনো টপিক্স নাই? বিশ্বখ্যাত ব্রিটিশ তাত্তি্বক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আবারও বলেছেন, পরকালকে রূপকথা বলেই মনে করেন তিনি। তাঁর ভাষ্য মতে, পরকাল বলে কিছু নেই। এ ধারণা থেকেই নিজের পক্ষাঘাতগ্রস্ত শরীরের সঙ্গে জীবনভর লড়াই করে গেছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের ক্যামব্রিজে 'হকিং' নামের একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত দর্শকদের উদ্দেশে এসব কথা বলেন হকিং (৭১)।

প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্য হকিংয়ের নিজের লেখা এবং এর ধারা বর্ণনাও তিনি নিজেই দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন, মৃত্যুকে ভয় পান না তিনি। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের তিনি বলেন, অন্ধকারকে ভয় পায়- এমন মানুষদের বানানো রূপকথা হলো পরকাল। হকিং বলেন, 'আমি মনে করি, মস্তিষ্ক কম্পিউটারের মতোই মনের একটি প্রোগ্রাম, তাই তাত্তি্বকভাবে কম্পিউটারে মস্তিষ্কের প্রতিলিপি তৈরি করা সম্ভব, আর এভাবে মৃত্যুর পরও একটি জীবনকে ধরে রাখা যায়। তবে এখন পর্যন্ত সেটি আমাদের আয়ুষ্কাল ও সামর্থ্যের বাইরে আছে।

' ২০১১ সালের মাঝামাঝিও একবার পরকালকে রূপকথা বলে আখ্যায়িত করেছিলেন হকিং। সম্প্রতি গুরুতর অসুস্থ ব্যক্তিদের 'স্বেচ্ছামৃত্যু'র পক্ষেও সমর্থন দিয়েছেন তিনি। ২১ বছর বয়স থেকে দুরারোগ্য মোটর নিউরন রোগে ভুগছেন হকিং। সে সময় তাঁকে জানানো হয়েছিল, আর মাত্র দুই কি তিন বছর বাঁচবেন তিনি। কিন্তু সব ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে এখনো তিনি বেঁচে আছেন।

এ বিষয়ে দর্শকদের বলেন, 'সারা জীবন অকাল মৃত্যুর হুমকির মধ্যে আমি জীবনযাপন করেছি, তাই সময় নষ্ট করাকে আমি ঘৃণা করি। ' পক্ষাঘাতগ্রস্ত শরীর নিয়ে বিশ্বখ্যাত এই বিজ্ঞানীর জীবন কাটে হুইল চেয়ারে। কথাও বলতে পারেন না। মুখের পেশির নড়াচড়ার মাধ্যমে কম্পিউটারে তৈরি করা স্বরে কথা বলেন। একটি চোখের অর্থপূর্ণ নড়াচড়া সেই কথাকে তাৎপর্যপূর্ণ করে তোলে।

সূত্র : রয়টার্স। পরকাল বলে কিছু নেই : হকিং ২২ সেপ্টেম্বর, ২০১৩ ০২:০৯:৫৮ কালের কণ্ঠ ডেস্ক পাঠকের মন্তব্যশেয়ার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.