আমাদের কথা খুঁজে নিন

   

পরকাল....

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়।

আমার প্রিয় লেখকদের অন্যতম একজন ভিভূতিভূষন বন্ধোপধ্যায়। যদি বানান ভুল হয় দয়াকরে কেউ জানাবেন। একবার ওনার একটা লেখায় পরকাল সম্পর্কিত একটা ধারণা পড়েছিলাম। আমার স্মরণশক্তি তেমন জোরালো নয় তাই বইটার নাম মনে করতে পারছিনা।

ধারণাটা সকলের সাথে শেয়ার করতে চাই। মশাদের জন্ম হয় পানিতে। আমরা অনেকেই মশক শুককীটদের বদ্ধ পানিতে চলাফেরা করতে দেখি। এরা বয়স বৃদ্ধির একটা পর্যায়ে পাখা প্রাপ্ত হয়ে পানি ছেড়ে উড়ে যায়। পা বাড়ায় নতুন এক জীবনে।

কিন্তু তাদের সংগীয় শুককীটকূল যারা এখনো পানিতে তারা মনে করে এদের মৃত্যু হয়েছে বা এরা হারিয়ে গেছে চিরদিনের মত। তেমনি আমরাও একদিন এ দৃশ্যমান জগৎ ছেড়ে চলে যাবো। ফাড়ি দেবো অন্য এক অনন্ত জগতের উদ্দেশ্যে, আমাদের অগণীত (বানান সংশয়) পূর্ব পুরুষের মত। এ প্রস্থান কিন্তু আমাদের সমাপ্তি নয়, এ এক নতুন জগতে পদার্পণ মাত্র।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.