আমি চালাকিটা ধরে ফেলবার পর
তুমি বললে,"আমি অন্ধ ও বধির"
অভিশপ্ত ফিনিক্সের মতো তবু তুমি বারবার জন্মলাভ করো
বারবার অন্ধ ও বধির।
সাপের জিহ্বার মতো তুমি এখন ঘ্রাণ শুনতে পাও
তুমি এখন শুধু অন্ধকারই দেখো।
জ্যোতিহীন তোমার চোখ-তবু অন্ধকারেই জ্বলে
বেগুনি রশ্মির মতো কোনো এক নীল আলো ঠিকরে যায় শুধু।
তুমি যতই অন্ধ কিংবা বধির সাজো
জনতার চোখ এসে বিঁধে যাবে তোমার দু'চোখ
খরখরে ওই দৃষ্টির তাপ তোমার রেটিনায়
একটি কালো ছাপ এঁকে দিয়ে যাবে দেখো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।