আমাদের কথা খুঁজে নিন

   

সরকার সোহেল রানাকে পালাতে সহায়তা করেছে: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, সরকার রানা প্লাজার মালিক সোহেল রানাকে পালিয়ে যেতে সহায়তা করেছে। মালিকপক্ষকে বাঁচানোর নানা ফন্দিফিকির চলছে। মানুষের দৃষ্টি অন্য দিকে সরাতে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে সরকার।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ নামের একটি সংগঠন এর আয়োজন করে।


সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত না করে ধসে পড়া ভবনে আটকে পড়া লোকদের দ্রুত উদ্ধার করুন। দোষী ব্যক্তিদের বিচার করুন। ’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাভারের ভবনে ফাটল দেখা দিয়েছিল। ব্যবস্থা নিলে এ বিপর্যয় হতো না। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে রাজনীতিতে ফাটল দেখা দিয়েছে।

রাজনৈতিক বিপর্যয় থেকে বাঁচতে হলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার রানাকে পালাতে সহায়তা করেছে। এখন লোক দেখানোর জন্য রানার আত্মীয়স্বজনকে আটক করছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.