আজ শনিবার বাংলাদেশ সোসাইটি অব সার্জনের বার্ষিক সম্মেলনে যোগ দিতে মাইক্রোবাসে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৮জন শল্যচিকিৎসক। ঢাকা-দিনাজপুর মহাসড়কের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভেলাইনে এসে সকাল আটায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালক।
নিহতরা হলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইউসুফ আলী ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তৈয়েবুর রহমান এবং মাইক্রোবাসের চালক শফিকুল ইসলাম।
এ দুর্ঘটনায় বাকি ছয় শল্যচিকিৎসক গুরুতর আহত হয়েছেন।
জাতিকে আর কত প্রাণ হারাতে হবে সড়ক দুর্ঘটনায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।