আমাদের কথা খুঁজে নিন

   

জাতিকে বিভক্ত করা সুখকর হবে না: আশরাফ

শুক্রবার রাতে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং এ খাতের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ণ মন্ত্রী আশরাফ বলেন, “ওই ঘটনার পর বিরোধীদলীয় নেতা নিজেই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করলেন, হরতাল প্রত্যাহার করলেন। এর ফলে পুরোজাতি ঐক্যমত্যে পৌঁছেছে। কিছুদিন হলেও এই ঐক্য থাকবে। আমি আশা করি এটা দীর্ঘ মেয়াদি হবে।


“এই ঘটনায় সমস্ত জাতি শোকাহত এবং ঐক্যবদ্ধ। এক্ষেত্রে জাতিকে বিভক্ত করা ও রাগান্বিত করা সুখকর হবে না। ”
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে সাভারের রানা প্লাজা ধসের ঘটনা এবং শ্রমিক অসন্তোষ ও সংশ্লিষ্ট সবার ভূমিকা নিয়ে আলোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে নারীর ক্ষমতায়ন, দেশের অর্থনীতির স্বার্থে এ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আশরাফ।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ বক্তব্য রাখেন।


স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “রানা প্লাজার মালিক ও ওই ভবনের গার্মেন্টস মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। এজন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ”
“যাতে ওই ভবনের মালিক ও গার্মেন্টস মালিকরা কোনপথে বিদেশে যেতে না পারেন সেজন্য প্রতিটি পথে নিষেধাজ্ঞা জারি করেছি এবং পাহারা নিশ্চিত করেছি। ”
কয়েকটি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা পরাজিত শক্তি, বিদেশি শক্তির এজেন্ট তারা রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য এ ধর্মঘট ডেকেছে। যার যেখানে যতটুকু প্রভাব প্রতিপত্তি আছে তা দিয়ে এই ধর্মঘট বন্ধ করুন।


শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, “স্বার্থান্বেষী একটি মহল অস্থিতিশীলতার সুযোগে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে। এদের থেকে সতর্ক থাকতে হবে। ”
মুন্নুজান সুফিয়ান বলেন, “নিয়ম অনুযায়ী এ ধর্মঘট আহ্বান করা হয়নি। ফলে এ ধর্মঘট বেআইনি। আমি আশা করব শ্রমিক নেতারা এ ধর্মঘট প্রত্যাহার করবেন।


অবশ্য কোন কোন শ্রমিক নেতা এনজিওদের মত আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে সব পক্ষের সমন্বয়ে কমিটি গঠনের আহ্বান জানান ইসলাফিল আলম।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “আজকে যে ধ্বংসলীলা দেখেছি তাতে মনে করছি এর পেছনে উদ্দেশ্য আছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমি বলবো যা কিছু লাগে বিজিবি নামাবেন না আর্মি নামাবেন, কী নামাবেন তা জানি না, সর্বোচ্চ শক্তি দিয়ে এ খাতকে বাঁচিয়ে রাখুন। এ খাত বাঁচলে দেশ বাঁচবে।


অন্যান্য বক্তারা বলেন, যেখানে বিজিএমইএ ও বিকেএমইএ মিলে দুই দিনের বন্ধ ঘোষণা করেছে সেখানে শ্রমিক নেতাদের ধর্মঘট ডাকা উদ্দেশ্যপ্রণোদিত। শিল্পের স্বার্থে এ ধর্মঘট প্রত্যাহার করা উচিত।
শুক্রবার সকালে ৮টি সংগঠন রাজধানির পল্টনের এক সংগঠনের কার‌্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৮ এপ্রিল ধর্মঘটের ডাক দেয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.