আমাদের কথা খুঁজে নিন

   

নবাবগঞ্জ

পারভেজ

নবাবগঞ্জ যেতে চাচ্ছি ঘুরতে। বাংলাদেশের অফিসিয়াল সাইট থেকে কিছু তথ্য নিলাম। কেউ আরো কিছু জানলে প্লিজ শেয়ার করুন। নবাবগঞ্জ উপজেলার উল্লেখ্যযোগ্য স্থান বা স্থাপনা: ১। কিংবদন্তি খেলারাম দাতার দালানঃ কথিত আছে খেলারাম দাতা অতিশয় ধার্মিক ও দয়ালু লোক ছিলেন ।

দানশীলতার জন্য তিনি দাতা উপাধি লাভ করেন । তিনি কারুকার্য মন্ডিত একটি মন্দির নির্মাণ করেন । যার নির্মাণ কৌশল ছিল খুবই উন্নত । উন্নত স্থাপত্য গুণম্পন্ন এই মন্দিরটি আজ ধ্বংস স্ত্তপের ন্যায় দন্ডায়মান । মন্দির এর সামনে বিরাট একটি পুকুর আছে ।

কথিত আছে এই পুকুনে সোনার নৌকা ও পবনের বৈঠা বিরাজ করত । খেলারাম দাতার মন্দিরটি সংস্কার করা খুই প্রয়োজন । ২। ব্রজ নিকেতন (জজ বাড়ী) : ব্রজ মোহন সাহার নির্মিত এই দালানটি অতি সুন্দর ও কারুকার্য মন্ডিত । ইহা দেখার জন্য অনেক দর্শক, পর্যটক এখানে আসেন ।

প্রত্মতাত্ত্বিক মূল্যায়নে মূল্যবান এ বাড়ীটি বর্তমানে ভূমি দস্যুদের হাতে বেদখল হয়ে আছে। এই বাড়ীটি সরকারী তত্ত্বাবধানে নেয়া প্রয়োজন । ৩। শিবরায় পরিবার(তেলীবাড়ী): বর্তমান আনসার ও ভিডিপি’র জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র । শিবরায় পরিবারের এই বাড়ীটি ইছামতি নদীর তীরে ১৪.৩২৩ একর জমির উপর প্রতিষ্ঠিত।

বিশাল আয়তনের এই বাড়ীটিতে কারুকার্য মন্ডিত ৪(চার)টি ভবন আছে যার ঐতিহাসিক ও প্রত্মতাত্ত্বিক গুরুত্ব অনেক। ৪। আর.এন হাউজঃ কারুকার্য মন্ডিত এই বাড়ীটি ইছামতি নদীর তীরে অবস্থিত । কর্তমানে অযত্ন ও অবহেলায় ইহার অতীত শ্রী বিলুপ্ত প্রায়। ভবনটি সংস্কার করা প্রয়োজন।

৫। হাসনাবাদ গীর্জাঃ গীর্জাটি ১৭৭৬ খ্রিস্টাব্দে স্থাপিত । গীর্জার অভ্যন্তরে রয়েছে মনোমুগন্ধকর যীশু খ্রিষ্টর মূর্তি । এছাড়া গীর্জা কমপাউন্ডের ভিতরই রয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কবরস্থান । নিঃসন্দহে গীর্জাটি একটি দর্শনীয় স্থান ।

৬। বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়ঃ শিক্ষার নির্দশন হিসেবে কালের স্বাক্ষী বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয় । অতি প্রাচীন কাল থেকে স্কুলটি স্বনামধন্য। ৭। কাশিমপুর গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তে জালালপুর গ্রামে অতি ছোট একটি মসজিদ আছে ।

মাত্র আট দশ জন মুসুল্লী নামাজ পড়তে পারে । এই মসজিদে একটি গম্বুজ ও সামনে দুইটি খিলান বা পিলার আছে । যার নির্মাণ কৌশল ও স্থাপত্যগুণ ও মোঘল আমলের স্থাপত্যের মত । অনেকে ইহাকে মোঘল আমলের একটি স্থাপনা বলে মনে করেন । এই বিষয়ে প্রত্মতাত্ত্বিক গবেষণা করা প্রয়োজন ।

৮। অন্যান্য দর্শনীয় স্থানঃ ১। রায় মহাশয়ের বাড়ি, বড় গ্রামে । ২। নোয়াদ্দা হসপিটাল ও তৎসংলগ্ন এলাকা ।

৩। হযরত আফাজউদ্দিন(রাঃ) শাহের মাজার শরীফ ও তৎসংগ্ন এলাকা । ৪। ব্রিটিশ আমলের প্রখ্যাত প্রতাপশালী হিন্দু ব্যবসয়ী শ্রী হরিলাল শাহ’র স্থাপত্য নিদর্শন যা বর্তমানের গালিমপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল বোর্ডিং। ৫।

নারীদের নির্যাতনের এক কালের স্বাক্ষী আন্দারকোটা কুটি বাড়ী । যেখান থেকে অত্রাঞ্চলের নিরীহ কৃষকদের নীল চাসে বাধ্য করা হতো । লিংক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.