আমাদের কথা খুঁজে নিন

   

সেইসব জলস্বরে বেজে ওঠে

আহসান জামান

সেইসব জলস্বরে আমিতো চূর্ণ হতে থাকি মুছে নিয়ে দুঃখতাপ; অহরহ পোড়ে এই বিকেলের তামাটে রোদের বিনম্র আঘাতে। করোটিতে জেগে ওঠে মৃতদৃশ্যরা, আর ক্রমশঃ ভুলে যেতে থাকি পুরানো সুখঘর, নারীদের সৌখিন হাসি। নদীদের বিষণ্নতা ধুঁয়ে যায় জোছনাবৃষ্টিজলে; বিনিময়ে নীলাকাশ, অজস্র তারার মৃত্যু আমাকে করে রাখে আনমনা; আড়ালে কোমল হাহাকার, বিভাজন হতে থাকে অনন্তকাল। তখন; সেইসব জলস্বরে বেজে ওঠে আহত সেতারের কান্না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।