আমাদের কথা খুঁজে নিন

   

সেইসব স্বপ্নবাজ

ধুমকেতু জাহাজে হ্যালি, সাথে দূরবীন হাতে গ্যালিলিও, ডারউইন তরুন তখনও, তবু খুঁজে চলে, গ্যালাপাগোস নক্ষত্রপুঞ্জের দিকচিহ্ন বলয়। নিউটন আসবেন, আলো ফোটার আগেই তাই, বৈঠকখানা ধুয়ে মুছে আসন পাতলেন কোপারনিকাস। তখনও সময় অচেনা, আইনস্টাইন যে এখনও এসে পৌঁছাননি, স্থান-কালের বক্রতায়, তার ট্রেনটা শুধু ছুটছে আর ছুটছে... প্রাচীন আরকিমিদিস! মহান আরকিমিদিস ! একটু খানি শুধু জায়গা চেয়েছিলেন, বলেছিলেন, তাহলেই নাকি পৃথিবীটা নাড়িয়ে দেবেন! আর যে এই সেদিনকার হকিং, উদ্ভিদের মত শিকড়বদ্ধ, কেমন অবাক মহাবিশ্ব এঁকে চলেন, সমীকরণের ভাঁজে ভাঁজে। বোকা অন্ধ মানুষগুলো নাকি জানত না, ভারতবর্ষের কোন থেকে জগদীশ দাঁড়িয়ে বললেন- উদ্ভিদেরও প্রান আছে, ওরাও প্রতীক্ষায় থাকে। আমি অপেক্ষা করে আছি, শূন্যকে সংখ্যার জালে আটকানো- গনিত সিদ্ধ আর্য ভট্টের মত কেউ আসবে, যে নাকি অঙ্ক কষে প্রমান করে দেবে, একটা নুড়ি পাথরেরও প্রান আছে, ওরাও স্বপ্ন দেখে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।