আমাদের কথা খুঁজে নিন

   

শিখা

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । প্রদীপ শিখা জ্বলছে একা কালচে হল হাতের রেখা । রেখা মুছে গেল ঘুচে সবটুকু সুখ দিলাম বেঁচে শক্ত করে লাগাম ধরে বাঁচতে আবার ইচ্ছে করে । আর যেন কেউ হঠাৎ এসে আপদকালীন উপহাসে রঙ্গরসে বেলা শেষে ইচ্ছে মত না যায় ভেসে । সুপ্ত কোন আগুন যেন ব্যপ্ত নয় হয় সে ক্ষীণ দমকা হাওয়ায় পাড়ায় পাড়ায় ইচ্ছে গুলো ঘুরে বেড়ায় । সেই সে সময় বৃষ্টি ধোয়া খুব নীরবে এগিয়ে যাওয়া খুব নিশিতে গহীন শীতে কল্পনারই পিছু ধাওয়া । আর কত দিন এমন কোমায় স্বপ্ন চোখে দৃষ্টি ঘুমায় সৃষ্টি আসে অভিলাসে স্রষ্টা তখন মুচকি হাসে । জীর্ণ শীর্ণ মনটা চুর্ণ ধোয়াটে মেঘ বড় বিবর্ণ হঠাৎ যদি পায় সে নদী তাতিয়ে ওঠে নিরবধি । ছবি : সংগৃহীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।