প্রথম কার্যদিবসে সোমবার সচিবালয়ে ঢোকার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
সাংবাদিকরা আনোয়ার হোসেন মঞ্জুর কাছে জানতে চান, “প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি রাজনৈতিক পরিবেশ ঠিক করতে কোনো পদক্ষেপ নেবেন কি না?”
জবাবে জেপি চেয়ারম্যান মঞ্জু বলেন, “রাজনৈতিক পরিবেশ নিয়ে আমি মোটেই ‘দুশ্চিন্তাগ্রস্ত’ নই। উন্নয়নশীল দরিদ্র দেশে এরকম পরিবেশ থাকে এবং এটা নতুন কিছু নয়।”
জাতীয় পার্টির সরকারে থাকা এবং বিরোধী দলেও থাকা নিয়ে কোনো সঙ্কট বা ঝামেলা তৈরি হবে কি না- মঞ্জু বলেন, “আমি এরশাদ সাহেবের মন্ত্রিসভায় ছিলাম। এই ঝামেলা দেখতে দেখতে বড় হয়েছি, বুড়ো হয়েছি।
“যোগাযোগে ছিলাম, বিদ্যুতে ছিলাম, এখন পরিবেশে আসলাম।”
“এখনকার সময়টাকে যদি আপনারা কঠিন বলেন, এর চেয়ে অনেক অনেক কঠিন সময় আমি উত্তীর্ণ হয়ে এসেছি,” বলেন শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকারেও মন্ত্রীর দায়িত্ব পালনকারী মঞ্জু।
সরকারের ‘চ্যালেঞ্জ’ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “কোনো চ্যালেঞ্জ নেই, কী চ্যালেঞ্জ! সরকার পরিচালনা করবে, ভালো পরিচালনা করবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।