সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...
বাংলার অতি পরিচিত একটি সিনেমা বা নাটক " নবাব সিরাজউদ্দৌলা" । হয়তো সবাই দেখে থাকবেন । আমাদের পাঠ্যবইয়ের সিলেবাসে ছিল । তাই পড়তে হয়েছিল খুটিয়ে খুটিয়ে । আসলে এটা ছিল একটা বাস্তব ঘটনা ; তাই সেটা মানুষের মনকে প্রচন্ড ভাবে আন্দোলিত কর.
নবাব সিরাজউদ্দৌল্লা নাটকের একটি অন্যতম চরিত্র "ঘসেটি বেগম"। যার কুৎসিত আচরন বাংলার মানুষ এখনো ভুলেনি । ঘসেটি বেগমের মৃত্যু হয়েছে আজ থেকে প্রায় দুই শত বছর পূর্বে । সে মরেও হয়তো শান্তি পায় নাই । তাই তার মৃত্যুর পরেও তার অদৃশ্য হাতের ইশারায় আমাদের সমাজে ঘসেটি বেগমের মতো চরিত্র বারে বারে ফিরে আসে।
এই সব কুৎসিত চরিত্রের ঘসেটি বেগমদের হাত থেকে কি আমাদের সমাজ বা সমাজের মানুষেরা কোন দিন মুক্তি পাবে না ???????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।