আমাদের কথা খুঁজে নিন

   

মাহমুদুর রহমান বনাম শেখ হাসিনা ওয়াজেদ!!! না ব্যাক্তি বনাম রাষ্ট্র!!

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

মাহমুদুর রহমান বনাম শেখ হাসিনা ওয়াজেদ!!! না ব্যাক্তি বনাম রাষ্ট্র! কি অসম এক খেলা!!! ব্যাক্তি বনাম রাষ্ট্র!!!! মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধীকার, ব্লা ব্লা ব্লা.. সবই যেন এক গাল ভরা বুলি!!! চ্যানেল ওয়ান, আমারদেশ... আল জাজিরা.. বা গাজার নির্বিচার হত্যা, অবরোধ.... দেশ কাল পাত্রে.. সুর একটাই স্বার্থ! ক্ষমতার দম্ভ আর হিংসা!! [link|http://bdnews24.com/bangla/details.php?cid=2&id=128365| আমার দেশের মাহমুদুর রহমান ৪ দিনের রিমাণ্ডে এক জনের লেখনি আর তথ্যে মোকাবেলায় লেখার বদলে লেখা, কিংবা তথ্য প্রমাণের বিপরীতে তথ্য প্রমাণ... এটাইতো হতে পারত সভ্য লড়াই.. এটাকে কি বলে? মূল মামলায় খবর নাই অথচ .. ওয়ারেন্ট বিহীন গ্রেফতার করতে গেল !! তাতে কাগজ দেখতে চাওয়ায় নাকি সরকারী কাজে বাধা দেওয়া হল!! উল্টো এটা হতে পারত.. ওয়ারেন্ট ছাড়া একজন নাগরিককে গ্রেফতার করতে চাওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রযোজ্য ব্যবস্থা গ্রহন করা -এটাই কি ন্যায্য নয়? যুক্তি তর্ক, তথ্য প্রমাণ, এবং সততায় যখন হেরে যায় তখনই অত্যাচার আর নির্যাতনের মাধ্যমে পরাভূত করার মানসিকতা প্রকাশিত হয়। দুঃখ জনক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.