আমাদের কথা খুঁজে নিন

   

নূতন দিনের কবিতা-৪



অব্যক্ত ।। শ্রীমহাবরি নন্দী মনের কথা নাই বা বলি মুখ ফুটে, তবু কি তা বুঝতে পার নাকো? উতল হিয়া- ঐ হিয়াতে চায় লুটে- মৌন থাকার দুর্বলতায় নিরব কেন থাকো? বাণী নীরব- তবু আমি তোমার ভাষা বুঝতে পারি সব। ভবিষ্যতের আশার দ্বারে ধরনা দিয়ে আছি, বলব সবি, বলব এক রাতে, থাকলে টিকে বাঁধনের এই সুক্ষ্ম রজ্জুগাছি- অশ্রুহাসির কথাগুলা সকলি একসাথে। গোপন কান্না-জিইয়ে রাখি, সময় এলে রাখব না আর পাওনা বাকী।। উৎস: "নতুন দিনের কবিতা" বইটির প্রথম প্রকাশ : ১৯৫৯ সালে, প্রতীভা প্রকাশনী-কোলকাতা। নূতন দিনের কবিতা বিভাগ থেকে পূর্বের গুলো পড়ুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।