অঝোর ধারায় ঝরছে বৃষ্টি,
ঊর্ধ্ব গগণে গড়িছে দৃষ্টি।
কৃষ্ণ গগণ ডুকরে কাঁদে,
পড়ছে রেখা ঐ হলদে চাঁদে।
কখন ঝরবে ঐ পূণর্ধারা?
কেনই বা ছিলাম ভীতিছাড়া!
আটকে গিয়ে তাই চলতি পথে
চলছি শুধুই একাত্ম ব্রতে।
নব তরীর ঘন্টা বাজে
গত জীবনের গহীন সাঁঝে।
চলবে এবার নব তরী
যেমনি চলে অক্ষান্ত ঘড়ি।
কোথায় ছিলাম, কোথায় আমি
জানে গো শুধুই অন্তর্যামী।
মৃত্তিকাহীন ভিত্তি মূলে
দাঁড়াব বক্ষ শির তুলে।
মনোযাতনা সকল ভুলে,
গড়ব জীবন- আশার কূলে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।