আমাদের কথা খুঁজে নিন

   

নূতন দিনের কবিতা-৮



কোন কনক চাঁপার কথা।। হিতাংশু চট্টোপাধ্যায় কনকচাঁপার আজ ঘুম নেই- রূপ রস গন্ধে ভড়া জীবনের অভিভাবেই স্মৃতির জাগে লাঞ্ছনা। ম্লান করে সুষমারে বেদনা তাই ক্রন্দসীর সকরুণ মূর্চ্ছণা। ধূলার স্পর্শে বিবর্ণ ধূসর শ্রীর প্রতিচ্ছায়া মনের সু-হর। ম্লান তাই--পল্লব ধূলাকীর্ণ তপ্তশ্বাসে বিরহিনীর বিবর্ণ। তথাপি অম্লান উজ্জ্বল আকাশের সৌন্দর্যে বিস্তার কাঁদে না--বোঝেনা সে মূল্য এ ব্যথার।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।