আমাদের কথা খুঁজে নিন

   

ইডেনে ছাত্রীদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ



ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানিকারী চিকিৎসক ডা. রফিক উদ্দীনের গ্রেপ্তার ও বিচারসহ ৫ দফা দাবিতে ছাত্রীদের ডাকা সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। গতকাল দুপুরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে তা পণ্ড করে দেয়। সকাল ১১টার দিকে ‘ইডেন কলেজ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা নিপীড়ক চিকিৎসকে গ্রেপ্তার ও বিচারসহ ৫ দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল শুরু করে। দুপুর ১২টার দিকে গেস্ট রুমের পাশে বিক্ষোভ সমাবেশ করতে যায় তারা। এ সময় পুলিশ সমাবেশের মাইক ভাঙচুর করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের লাঠিচার্জে লুৎফুন্নাহার সুমনা, তানিয়া, মলি, রিমা, তৃণা, মুক্তাসহ ১০ ছাত্রী আহত হয়। পরে কলেজের উপাধ্যক্ষ আয়েশা বেগমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কোহেলী নামের এক ছাত্রী জানান, কলেজে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি চলছিল। এ সময়ে কলেজ ক্যাম্পাসে প্রশাসনের নির্দেশে পুরুষ পুলিশ ছাত্রীদের ওপর হামলা চালায়। পুলিশ ছাত্রীদের লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করে এবং তাদের মোবাইলে ছবি তুলে।

তবে এ ব্যাপারে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, অধ্যক্ষের অনুমতি না নিয়ে ছাত্রীরা কর্মসূচি পালন করে। এজন্য পুলিশ কর্মসূচি ছাত্রভঙ্গ করে দেয়। কিন্তু সেখানে কোন ধরনের অশ্লীল মন্তব্য কিংবা হামলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের কর্মসূচিতে পুরুষ পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। কলেজ শাখার সম্পাদক শিউলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে পুরুষ পুলিশের অনুপ্রবেশ ও হামলার বিচার দাবি করা হয়।

একই সঙ্গে তারা শিক্ষার্থীদের ন্যায্য ৫ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.