আমাদের কথা খুঁজে নিন

   

ইডেনে শুরু সচিনের ১৯৯তম টেস্ট ম্যাচ

ইডেন গার্ডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু হল আজ। সচিন টেন্ডুলকারের ১৯৯তম টেস্ট ম্যাচ এবং তাঁর ক্রিকেট জীবনের শেষ টেস্ট সিরিজ। তবে সব ক্রিকেট বিশ্লেষণের উপরে সিরিজ জুড়েই থাকবে সচিন-উন্মাদনা। শুধু মাত্র ক্রিকেটের টানে নয়, সচিনের ক্রিকেট জীবনের বিদায় লগ্নের স্বাক্ষী হয়ে থাকতে ইডেনে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ এবং তারকারা। আর যাঁরা মাঠে যেতে পারেননি তাঁরা টেলিভিশনের সামনে বসে পড়েছেন।

টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরুর প্রথম এক ঘণ্টার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট ফেলে দেন ভারতীয় বোলাররা। ব্যক্তিগত ১৮ রানে গেইলকে প্যাভিলিয়নে পাঠান ভুবনেশ্বর কুমার। এর ঠিক পরেই ১৫ ওভারের মাথায় পাওয়েলের উইকেট নেন সামি। কিন্ত শুরুতেই দু’ উইকেট খুইয়ে মোটেই দমে যায়নি ওয়েস্ট ইন্ডিজ।

ব্রাভো-স্যামুয়েল জুটি ক্রমাগত আক্রমণ চালাচ্ছেন ভারতীয় বোলারদের বিরুদ্ধে। স্যামুয়েলের অপরাজিত ৫৫ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস এবং ব্রাভোর রক্ষণাত্বক অপরাজিত ১৬ রানে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১০৭ রান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.