আমাদের কথা খুঁজে নিন

   

ইডেনে ভর্তি বাতিলের আবেদন করলেন রত্না



বিশ্ববিদ্যালয় রিপোর্টার: মিরপুরের রত্না খাতুন সরকারি ইডেন কলেজের বিজনেস স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন। ছাত্রীদের নানাপ্রকার নির্যাতন ও বিভিন্ন নেতার বাসায় পাঠানোসহ নানা অপকর্ম নিয়ে শুক্রবার ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরের দিন থেকে বিভিন্ন সংবাদপত্রে ইডেন কলেজ সম্পর্কে নানা ধরনের সংবাদ পরিবেশন হওয়ায় রত্না তার পিতা জহিরুল কাইয়ুমকে সঙ্গে নিয়ে ভর্তি বাতিলের আবেদন করেছেন রোববার। রত্নার মতো আরও অনেক নতুন ছাত্রী ভর্তি বাতিলের আবেদন করেছেন। আবার অনেকে কলেজ পরিবর্তন করে অন্য কলেজে যাওয়ার জন্য আবেদন করেছেন। প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, তিন দিনে অর্ধ শতাধিক ছাত্রী কলেজ পরিবর্তনের জন্য আবেদন করেছেন। রত্নার পিতা জহিরম্নল কাইয়ুম তার আত্মীয়-স্বজনদের জানিয়েছেন, কোন কলেজে মেয়েদের দিয়ে অনৈতিক কাজ করাতে বাধ্য করলে সেখানে মেয়েদের পড়ানো যায় না। তিনি রত্নাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন বলে তার আত্মীয়-স্বজনকে জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.