আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় পরিচয়পত্র থেকে তাহলে আর লাভ হলো কী, এখনো যদি নাগরিকতার সনদপত্রের জন্য মানুষের দ্বারে দ্বারে দৌড়াতে হয়? আওয়াজ দেন গো জনতা

মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে ।

জাতীয় পরিচয়পত্র তৈরীর সময় বেশ ঘটা করেই বলা হয়েছিলো, জাতীয় পরিচয় পত্র থাকলে একজন নাগরিক বহুবিধ সুবিধা পাবে। তাকে আর সামান্য সার্টিফিকেটের জন্য মানুষের দ্বারে দ্বারে দৌড়াতে হবেনা। কিন্তু কোথায় সেই সব সুবিধা? পরিচয়পত্র থাকলে জমি সংক্রান্ত, বসত-বাড়ি সংক্রান্ত, বিদেশ গমন ও পাসপোর্ট সংক্রান্ত, নাগরিক বিধিমালা সংক্রান্ত যে সকল সুবিধা দেবার কথা ততকালীন তত্ত্বাবধায়ক সরকার বলেছিলেন তার কিছুই কী আমরা পাচ্ছি? জাতীয় পরিচয়পত্র পড়ে আছে একটি সাধারন আইডি কার্ড হয়ে! এবার পাসপোর্ট করতে গিয়ে এর ঠেলা বুঝলাম। জাতীয় পরিচয়পত্র থাকার পরও আমার কাছে আমার নাগরিকতার সনদপত্র এবং জন্ম-নিবন্ধন সনদ চাওয়া হয়েছে! আমার কথা হলো আমি যদি নাগরিক না হতাম তবে আমি ভোট দিলাম কী করে? আরো যেটা লক্ষ্যণীয় সেটা হলো, তবে আর জাতীয় পরিচয়পত্র থাকার কী দরকার ছিলো? এর কোন দাম কী আর রইলো? কি দরকার ছিল দেশের এতো টাকা নষ্ট করে সেনাবাহিনী দিয়ে এই আকামের জিনিসটি তৈরী করা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.