আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়কে ধূমপানমুক্ত ঘোষণা: মাদক মুক্ত ঘষোনা করা হোক



জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রথম পুরো ক্যাম্পাসকে ধূমপানমুক্ত হিসেবে ঘোষণা করেছে। বিড়ি-সিগারেটের ধোঁয়ায় নিকোটিন, কার্বন মনোক্সাইড, ডিডিটি, আর্সেনিক, মিথানল, টারসহ রয়েছে প্রায় ৪ হাজার ক্ষতিকর রাসায়নিক পদার্থ। শুধু ধূমপায়ীরাই এই ক্ষতির কবলে পড়ে না, আশপাশের অধূমপায়ীদেরও ক্ষতি করে। এসব দিক চিন্তা করেই কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ ক্যাম্পাসকে ধূমপানমুক্ত হিসেবে ঘোষণা দেন।

এ সময় জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, চলচ্চিত্রকার ছটকু আহমেদ, পরিকল্পনা কর্মকর্তা প্রকৌশলী মো. সারফুদ্দিনসহ অসংখ্য ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বাউল দল ধূমপান ও তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সঙ্গীত পরিবেশন করেন। গানে গানে মুখরিত হয়ে ধূমপানমুক্ত ক্যাম্পাস গঠনে প্রতিজ্ঞাবদ্ধ হন উপস্থিত সবাই। উপাচার্য ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচে কম জায়গায় বেশিসংখ্যক ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত একটি ক্যাম্পাস। এ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী ধূমপান করে না।

তাই অল্পসংখ্যক ধূমপায়ীর কারণে অধিকাংশকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। আজ থেকে কেউ যেন এখানে ধূমপান না করে সে ব্যবস্থা গ্রহন করা হবে। প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন, ডাব্লিউবিবি ট্রাস্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে এই ঘোষণা অনুষ্ঠান ও বাউল গানের আয়োজন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.