রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসার সামনে সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. আনোয়ার হোসেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, ছিনতাইকারীরা তাকে আহত করেছে। জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে ধানমন্ডি ১৩ নম্বর সড়কে নিজ বাসার সামনে গাড়ি থেকে নামার পর সন্ত্রাসীরা আক্রমণ করে তার ব্রিফকেস ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্যমন্ত্রীসহ পুলিশের ঊধর্্বতন কর্মকর্তারা হাসপাতালে তাকে দেখতে যান।
ধানমন্ডি থানার অপারেশন অফিসার এসআই জুল-এ-আলম জানান, অফিসের কাজে ড. আনোয়ার ঢাকার বাইরে থেকে শুক্রবার রাত ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনে নামেন। সেখান থেকে একটি ট্যাঙ্কি্যাব নিয়ে ধানমন্ডিতে বাসার উদ্দেশে রওনা দেন। কমলাপুর স্টেশন থেকেই সাদা রংয়ের একটি প্রাইভেট কারে ছিনতাইকারীরা তাকে টার্গেট করে ধানমন্ডিতে আসে। বাসার সামনে গাড়ি থেকে নামার পর পরই তিন-চার জন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে। তারা যুগ্ম-সচিবের হাতে থাকা একটি ব্রিফকেস ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তখন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ব্রিফকেসটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ব্রিফকেসে ৫-৬ হাজার টাকা, অফিসের জরুরি কিছু কাগজ ও কাপড় ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল ও পরে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। ধানমন্ডি থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।