ঢাকার দোহারের বিলাসপুর এলাকায় নির্বাচনী সহিংসতায় উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মকবুল হোসেনসহ ৫ জন নিহতের ঘটনায় ৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার গভীর রাতে দোহার থানায় মামলাটি দায়ের করা হয়। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের ভাই মোতালেব খানকে আসামি করা হয়েছে। নিহত মোকছেদ খন্দকারের ছেলে মকবুল খন্দকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এদিকে, ঘটনার পর থেকে বিলাসপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপশি টহল দিচ্ছে যৌথবাহিনী। এদিকে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে নিহতদের লাশ এলাকায় আনা হলে স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাখাওয়াত হোসেন জানান, মামলাটির তদন্তের ভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত ৪ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।