আমাদের কথা খুঁজে নিন

   

রাসূলের সাহাবিদের ভালোবাসতে হবে

ইসলামে সাহাবাদের মর্যাদা অপরিসীম। হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেন : 'আমার সাহাবাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করে চল। আমার অন্তর্ধানের পর তাদেরকে তিরস্কারের লক্ষ্য বানিয়ো না। যে তাদেরকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে। আর যে তাদের সঙ্গে দুশমনি করবে, আমার প্রতি দুশমনি থাকার কারণেই সে তাদের সঙ্গে দুশমনি করবে। যে তাদেরকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেয়। আমাকে যে কষ্ট দেয়, সে আল্লাহকে কষ্ট দেয়। আর আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থই হলো অচিরেই আল্লাহ তাকে গ্রেফতার করে ফেলবেন।' -তিরমিযী

উপরোলি্লখিত এবং অনুরূপ অন্যান্য হাদিস থেকে বোঝা যায়, সাহাবা (রা.)-দেরকে বিভিন্নভাবে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা যেমন- গালি ও অপবাদ দেওয়া, কাফের বলা এবং তাদের দোষ-ত্রুটি খুঁজে বের করা, এগুলো সবই চরম ধৃষ্টতা, যার পরিণতি খুবই করুণ ও মর্মান্তিক।

আসহাবে রাসূলদের (সা.) জীবন ও চরিত্র বিশ্লেষণ করলেই বেরিয়ে আসে তাদের মহত্ত্ব ও উচ্চ সম্মানের অধিকারী হওয়ার আসল কারণ। তারা সরাসরি রাসূলুল্লাহর (সা.) হাতে বায়আ'ত গ্রহণ করে ইমান বা বিশ্বাস স্থাপন করেছেন, স্বয়ং তার কাছ থেকেই ধর্মোপদেশ গ্রহণ করেছেন এবং তার সঙ্গে থেকে একত্রে এবং পরবর্তীতে জিহাদ এবং দ্বীনের দাওয়াত ও কায়েমের সংগ্রামে আপন জান-মাল দিয়ে রত হয়েছেন। আসহাবে রাসূলগণই হচ্ছেন উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠতম ও প্রাথমিক স্তর। তারা না হলে আমরা কোরআন, হাদিস ও শরিয়তের বিধিবিধান ফরজ, ওয়াজিব ও সুন্নাত কিছুই বর্তমানের মতো সুন্দর ও সুসংযত অবস্থায় লাভ করতে সক্ষম হতাম না। সুতরাং তাদেরকে তিরস্কার ও গালি দেওয়া এবং তাদের সঙ্গে দুশমনি ভাব পোষণ হচ্ছে ইসলাম তথা আল্লাহ ও রাসূল (সা.)-এর সঙ্গে দুশমনি করা এবং প্রকারান্তরে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। হজরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, একবার একদল সাহাবা (রা.) এসে বললেন, আমাদেরকে গালি দেওয়া হচ্ছে, তা শুনে রাসূলুল্লাহ (সা.) বললেন : 'আমার সাহাবাদেরকে যে গালি দেবে, তার প্রতি আল্লাহ ফেরেশতাকুল এবং মানবমণ্ডলী অভিসম্পাত করেন। কেউ যদি সাহাবাদের (রা.) ভুল-ত্রুটি খুঁজে বের করে এবং সমালোচনা করে, তবে সে মোনাফেক। রাসূল (সা.)-এর পরিবার-পরিজন, তাঁর সাহাবা এবং তাঁর সেবক ও অনুসারীদের প্রতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হবে। আর তাদের প্রতি বিদ্বেষপরায়ণদের মনে-প্রাণে ঘৃণা করতে হবে। রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ রাখতে তার সাহাবিদের ওপর শ্রদ্ধাশীল হতে হবে। আল্লাহ আমাদের সে তওফিক দান করুন।

লেখক : ইসলামী গবেষক।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.