সিলেট নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদে ফের রাস্তায় নামলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় নির্দেশ অমান্য করায় কয়েকজন হকারের মালামাল জব্দ করা হয়। জানা যায়, সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের কারণে এতদিন নগরীর ফুটপাত হকারমুক্ত ছিল। গত কয়েক দিন ধরে হকাররা আবারও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন। গতকাল বেলা ২টার দিকে হকার উচ্ছেদে রাস্তায় নামেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি হকারদের ১০ মিনিটের মধ্যে ফুটপাত থেকে তাদের মালাপত্র গুটিয়ে নেওয়ার নির্দেশ দেন। ওই সময়ের মধ্যে বেশির ভাগ হকার তাদের মালামাল নিয়ে চলে যান। কয়েকজন হকার নির্দেশ অমান্য করে ফুটপাত দখল করে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের মালামাল জব্দ করা হয়। জিন্দাবাজার থেকে কিনব্রিজ পর্যন্ত এই অভিযানে নগরীর ফুটপাত দখলমুক্ত হয়।
এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টারে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমানের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় হাসপাতাল চত্বরে ব্যবসায়িক অ্যাম্বুলেন্স রাখার দায়ে বিভিন্ন অ্যাম্বুলেন্স মালিকের কাছ থেকে ১৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার মো. আশরাফুর রহমান জানান, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সরকারি কোয়ার্টার ভবনের প্রবেশদ্বারে ছোট-বড় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।