সৌদি আরবে অবৈধ অধিবাসী ধরপাকড় চলছে। গত দুই দিনে কয়েক হাজার বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সৌদি আরবের নাগরিকদের জন্য আরও বেশি চাকরির সুযোগ তৈরি করতে তারা এ ধরপাকড় চালিয়েছে।
সাত মাস আগে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, সেখানে অবস্থানকারী বিদেশি অবৈধ শ্রমিকদের কাজ করার জন্য বৈধ কাগজপত্র তৈরি করতে হবে নতুবা তাদের দেশ ত্যাগ করতে হবে বা জেলে যেতে হবে। এ ঘোষণার পর সাত মাসে লাখ লাখ শ্রমিক সৌদি আরব ছেড়ে নিজ নিজ দেশে ফিরে গেছেন। সৌদি সরকার আশা করছে, অবৈধ শ্রমিকের সংখ্যা কমে গেলে তা সৌদি আরবের নাগরিক যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করবে। সরকারি হিসাব মতে সৌদি আরবে বেকারত্বের হার ১২ শতাংশ। দেশটিতে বর্তমানে প্রায় ৯০ লাখ বিদেশি শ্রমিক রয়েছে, যাদের অধিকাংশই অদক্ষ শ্রমিক বা গৃহকর্মীর কাজ যেগুলো দেশটির নাগরিকেরা করতে চায় না সেসব কাজ করে। সৌদি নাগরিকরা বেশির ভাগই সরকারি চাকরি বা ব্যবসা করেন।
স্থানীয় এক পত্রিকাকে পুলিশের মুখপাত্র নাওয়াফ আল-বুক বলেন, 'সোমবার সকাল থেকেই পরিদর্শকরা ধরপাকড় কার্যক্রমের অংশ হিসেবে ব্যাপক নিরাপত্তা প্রচারাভিযান চালান।'
পত্রিকাটিকে বুক আরও জানান, বন্দরনগরী জেদ্দা থেকে অন্তত ১ হাজার ৮৯৯ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমের শহর সামতা থেকে অন্তত ২ হাজার ২০০, পূর্বাঞ্চল প্রদেশ থেকে ৩৭৯ এবং অন্যান্য শহর থেকে কয়েক শ অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে। এসব শ্রমিক যারা যে কোম্পানির পৃষ্ঠপোষকতায় সৌদি আরবে প্রবেশ করেছেন কিন্তু ওই কোম্পানিতে কাজ না করায় তাদের ভিসা বাতিল হয়ে গেছে, তাদের ধরতে পুলিশ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাজার এবং আবাসিক এলাকায় হানা দিয়েছে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।