আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

শৈশবে কাক কিংবা উটপাখির গল্প শুনেছি । তাদের মেধার তুলনা নেই । কাকের উত্তরাধুনিক মেধার (!!) চাক্ষুস প্রমাণ দেথেছি ।

কিভাবে চক্ষু মুদিয়া কাক তার সম্পদ লুকাইয়া রাখে। আর আজ এই বড় বেলায় এসে বিটিআরসি নামক কাক আর উটপাখির ন্যায় মেধাবীদের কাণ্ডকারখানা দেখি । ধর্মীয় অনুভূতিতে আঘাত জনিত রক্তক্ষরণে প্রায় দশদিন পর ফেইসবুক বাংলাদেশে মরিয়া গেল । এই দশদিন কিন্তু সেই রক্তক্ষরণের কোন প্রকাশ আমরা দেথি নাই । অখচ এই সরকার নাকি দেশ থেকে মৌলবাদীদের উচ্ছেদ করবে ।

ফেইসবুক বন্ধ করিয়া কি ধর্মীয় অনুভূতি পোক্ত হইবে ?? ফেইসবুকের অপব্যবহার এর কারণে ফেইসবুক বন্ধ করা হইয়াছে । তবে কি যেকোন কিছুর অপব্যবহার হইলেই তাহা বন্ধ হইবে?? যেমন পিএসটিএন ওয়ালাদের লাইসেন্স বাতিল হলো । অথচ তাহার পিছনে কি রহস্য তাহা কি জনগন জানে না ?? পিএসটিএন ওয়ালাদের বন্ধ করা হয়েছে তো তাদের দায়মুক্তি দেবার জন্যই । সেটা কতো টাকার খেলা , বিটিআরসি-র চেয়ারম্যানের কতখানি স্বার্থসংশ্লিষ্ট তাহা আমরা জানি না । তবে এতোটুকু জানি প্রধানমন্ত্রীর কাছে ভালো সাজিবার জেষ্টায় তিনি মত্ত ।

তাই তিনি আবার ফেইসবুক বন্ধ করেছেন কেননা প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করা হয়েছে । সেই দুঃখে তিনি কাঁদো কাঁদো!!!! ছোটবেলা থেকে শুনেছি বান্দরের হাতে লোহা দিতে হয় না । আর বড়বেলায় মনে হচ্ছে হাটু শ্রেণীর কাকের ন্যায় মেধাবীদের হাতে কোন সুইস দিতে হয় না । কেননা সেই সুইস সে শুধু অন অফ ই করবে । সেতো আর জানে না অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে ??


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।