আমাদের কথা খুঁজে নিন

   

মাস্ট রিড পোস্ট.........

তোমরা অশ্রুপাত করো না। আর এমন কথা মুখেও এনো না যা এই মুহূর্তে গ্রহণযোগ্য হবে না। তোমাদের জন্য এ মুহূর্তে উত্তম কাজ হচ্ছে আমার আত্মার মুক্তি প্রার্থনা করা

প্রবাসী বর দেশে এসেছেন বিয়ে করতে । কুরবানীর গরুরমতো পাত্রী বাছাই করে যাচ্ছেন । প্রবাসী বরের এক পাত্রী পছন্দ হলো ।

তিনি তার বাবা-মা এবং কনের বাবা-মাকে বললেন আমার পাত্রী পছন্দ হয়েছে এবং এইমেয়েকেই বিয়ে করবো । কিন্তু বিয়ের আগে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য আমরা দুজনে একান্ত কিছু কথাবার্তা বলতে চাই । যেহেতু বিয়ে প্রায়ই ঠিক তাই কনের মা-বাবা কোন আপত্তি করেননি । পরেরদিন পাত্র-পাত্রী প্রেমিক-প্রেমিকার মতো ঘুরাঘুরি করলো,বাদাম খেল পার্কে বসে,রিকসায় হুড তুলে ঘুরলো,একসাথে দুপুরে খেল । সন্ধ্যা হওয়ার পর মেয়েকে ছেলেটা বললো, আমরা তো কয়েকদিন পর বিয়েই করবো।

বিয়ের পর জামাই-বউ যা করে চলো তাই আমরা এখন করি । মেয়ে রাজী হয়ে গেল । যেহেতু এই ছেলেটাই ওর স্বামী হবে । তারপর তাদের মধ্যে সব হল । পরদিন ভোরে পাত্র তার বাবা-মাকে বলে, মেয়ের চরিত্র ভাল না ।

আমি এই মেয়েকে বিয়ে করবো না । এভাবে একই রকম ঘটনা ঘটলো আরো ছয়টা মেয়ের সাথে । কিন্তু সপ্তম মেয়ের সাথে এসে ছেলেটার ভুল ভাঙে । তারা প্রেমিক-প্রেমিকার মতো ঘুরাঘুরি করলো,বাদাম খেল পার্কে বসে,রিকসায় হুডতুলে ঘুরলো,একসাথে দুপুরে খেল । সন্ধ্যা হওয়ার পর মেয়েকে ছেলেটা বললো, আমরা তো কয়েকদিন পর বিয়েই করবো।

বিয়ের পর জামাই-বউ যা করে চলো তাই আমরা এখন করি । মেয়ে রাজী হলো না । বললো, এসব বিয়ের পর করবে । বিয়ের আগে কোনমতেই করবো না। আগে বিয়ে হোক তারপর এসব করা যাবে ।

পরদিন ভোরে ছেলে বাবা-মাকে বলে সে এই মেয়েকেই বিয়ে করবে । তারপর তাদের বিয়ে হয় । বাসর রাতে মেয়েকে জিঞ্জেস করে ছেলেটা, তুমি কেন বিয়ের আগে এসব করোনি । আমি তো তোমাকেই বিয়ে করতাম। মেয়েটা জবাব দিল,এর আগে ছয়টা ছেলেকে বিশ্বাস করে সব দিয়েছিলাম ।

কিন্তু কেউ আমাকে বিয়ে করেনি । এবার আর তোমার বেলায় সেইভুল করিনি ফেসবুক থেকে নেয়া

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.