কারখানায় ফাটল দেখে পুলিশকে গিয়ে জানান পোশাকশ্রমিকেরা। পরে পুলিশ গিয়ে কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল শুক্রবার রাতে পিপিলন নিটওয়্যার লিমিটেড নামের ওই পোশাক কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) মো. আহসান জানান, সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চারতলা ভবনের ওই পোশাক কারখানার দোতলায় ফাটল ধরেছে বলে পোশাকশ্রমিকেরা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে।
কিন্তু ফাটলটি বিপজ্জনক কি না তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট প্রকৌশলীরা। তাই সিটি করপোরেশন প্রকৌশলীদের পরিদর্শনের পর প্রতিবেদন না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরী জানান, প্রতিষ্ঠানটি পরিদর্শনে সিটি করপোরেশনের প্রকৌশলীদের একটি দলকে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে ভবনের মালিক খায়রুল আলম জানান, তাঁর ভবনে ফাটল ধরেনি।
দুটি দেয়ালের সংযোগস্থলে চির ধরেছে। পিপিলন নিটওয়্যার লিমিটেডের মালিক নূর আলম চৌধুরী বলেন, ‘ভবনের বেসমেন্টে কোনো সমস্যা নেই। শুধু আতঙ্ক সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে। বিজিএমইএর ঘোষণা অনুযায়ী শনি ও রোববার কারখানা বন্ধ রাখা হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।