পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম
আমার কষ্ট গুলো শুধুই আমার
একান্ত শুধুই আমার
আমি আমার সুখ গুলা পারি
পৃথীবীর কোনে কোনে ছড়িয়ে দিতে
কিন্ত আমার কষ্ট গুলা
আমার বুকের সাথে মিশে থাকে
আমার একান্ত সম্পদ হয়ে ।
হাজার বার কষ্টের ভিড়ে তলিয়ে যেতে যেতে
আমি নতুন করে আবার বেচে উঠি
চোখে কোনো স্বপ্ন নেই
শুধু স্বপ্ন ভাঙার ভয়
আর জীবনের স্রোতে ভেসে ভেসে চলা ।
তারপর ও চলে যায় জীবন
জীবন তো থেমে থাকেনা
হয়তো একদিন প্রদীপের শেষ আলো টুকু ও নিভে যাবে
তবু আমি বেঁচে থাকবো
আর জীবন স্রোতে এভাবেই ভেসে ভেসে চলতে থাকবো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।