আমাদের কথা খুঁজে নিন

   

একদিন ফুটবলবিশ্বকাপে ও খেলবে বাংলাদেশ। ইনশাল্লাহ।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

শালার কবে যে সেইদিন আইব, সব বিরাজিল ফিরাজিল রাইখা আমাগো দেশের পতাকা হাতে লইয়া বিশ্বকাপ দেখব। ঘড়ের ছাদে ছাদে পতপত কইরা উড়াব লাল-সবুজ পতাকা। বিদেশি পেলিয়ারগো কঠিন কঠিন নাম বাদ দিয়ে আমাগো দেশের ভাইদের নাম নিয়া গর্ব করব। সেইদিন কি আদৌ আইব, না কি সাড়া জিবন বিরাজিল বিরাজিল কইরা চিল্লাইতে অইব? একটা সময় ছিল কিরিকেট বিশ্বকাপ আসলে পাকিগো নিয়া লাফাইতাম, কিন্তু সেইদিন আমাগো চইলা গেছে।

এখন আমরাই তাগো হারানোর ক্ষমতা রাখি। ফুতবলে যে কবে সেইদিন আইব, যেইদিন বিরাজিলের খেলা দেখবো বিরাজিলরে হারানোর লাইগা। মাঠে নামব আমরা আর সারা দুনিয়া গেয়ে উঠবে বাংলাদেশ বাংলাদেশ। সাড়া বিশ্বের ঘড়ের ছাদে ছাদে উরবে লাল সবুজ পতাকা। আনন্দে মন গেয়ে উঠবে- সবুজের বুকে লাল, সে তো উরবেই চিরকাল।

সবুজের বুকে লাল, সে তো উরবেই চিরকাল। সবুজের বুকে লাল, সে তো উরবেই চিরকাল। সবুজের বুকে লাল, সে তো উরবেই চিরকাল। সবুজের বুকে লাল, সে তো উরবেই চিরকাল। সবুজের বুকে লাল, সে তো উরবেই চিরকাল।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.