প্রস্থের চেয়ে দৈর্ঘ্য তিনগুণ বেশি
জন্মান্তরের প্রথম স্বপ্ন
দুঃখকে জয় করে এগিয়ে যাব সোনালির পথে।
অযস্র সেবার বাহুবন্ধনে আবদ্ধ আমি
বাস্তবতার যাঁতাকলে নিষ্পেষিত!
খেলাচ্ছলের মোহমায়া ছেড়ে
পথিকের বোঝা তুলে দিয়ে
একটু দোয়া কামনার উদগ্রীব হাসি
মায়ের প্রথম শিক্ষা।
ভিখারীর হাতে চাউল তুলে দেয়ার সময়
কিছু মুঠে রেখে কিছুদূর যাওয়ার পর
আবার দিয়ে আসার ভাললাগা আজ নীল সপ্ন।
মেঘের ভেলায় উড়ে যাওয়া
আর চাঁদকে নিয়ে যাওয়া গ্রামান্তরে,
প্রচন্ড খোব শেষে কাঁকলির সাথে
দু'একটি কথা বলে রাগ ভাঙ্গার প্রথম পর্ব
সবি হারিয়ে যাওয়া প্রাপ্তি।
আমি কেন এখানে এলাম
যেখানে পিছনে যাওয়ার পথ নেই
অথচ সামনে যাওয়ার ইচ্ছে নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।