শব্দকারিগর নগরের কোলাহল যন্ত্রের উৎপাত কংক্রিটের গড়া স্থাপনার আকাশে ছু্টে চলা যেন নিয়তি। মানব মনের ক্ষত চিনহের এই যে শুশ্রূষা আর কত কাল? আর কত কাল কানে তুলা দিয়ে চলা। শিল্পির চিত্র তলে সংঘাতের নায়কেরা কেন বারতা ছড়াবে ? কোথায় শারদ মেঘের ভেলা, কোথায় নীলবিস্তারী আকাশ, কোথায় প্রনয়ী অধ্যাস ? লাল জমীনে দাড়িঁয়ে উর্ধমুখি চিৎকার কেবল অসীম আকাশের দিকে ছুঁড়ে দেয়া। এই দৃশ্যপট হয়ত পাল্টাবে কিন্তু আমরা দাঁড়াব কোথায় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।