আমাদের কথা খুঁজে নিন

   

দৃশ্যপট- দুই

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

দৃশ্যপট- দুই/ শেখ জলিল 1. কাঁদে শিশুর অন্তর রোগে-শোকে কাঁদে মানবতা বিশ্বে অধুনা মা-বাবা নাচে বার-ক্লাবে পেগে পেগে গিলে খায় শিশুর শৈশব!? 2. ঘোরবর্ষায় রজঃনিশীথে ঠিকঠাক রাখি সদ্যস্নাত জমি কর্ষণে মৈথুনে হয়ে যাই সব আগামী ভ্রূণের খুনী!? 30.03.2007 Sheikh Jalil

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।