হয়েছে কি, ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট রিপন আর ময়মনসিংহ জেলা ইউনিট প্রেসিডেন্ট আখতার, তারা দুই ‘কমরেড’, তাদের দলবল নিয়ে ধানমন্ডি ২৭-এর শর্মা প্যালেস-এ আলোচনায় বসল। আলোচ্য বিষয় হচ্ছে, কিভাবে দ্বন্দ্ব মিটিয়ে ছাত্রলীগকে আরও শক্তিশালী করা যায়।
তো যাই হোক, আলোচনা চলতে থাকল। আলোচনার এক পর্যায়ে, ‘ব্রাজিল না আর্জেন্টিনা’, ‘ইন্ডিয়া না পাকিস্তান’ কিংবা ‘সালমান খান না শাহরুখ খান’, যেকোন একটা পয়েন্টে তাদের মতের মিল হল না। তাতে কি হল? যেটা হইল সেটা হচ্ছে, আখতারের লোকজন রিপনকে ধরে বানায়ে ফেলল, যাকে বলে একদম ‘নগদে পিটা’।
পিটা মানে যেই সেই পিটা না, পিটার চোটে রেস্টূরেন্ট তো রেস্টুরেন্ট, রিপন ভাই একদম ধানমন্ডি এলাকা পার।
তারপর কি হল? ‘ও আগে মারসে না আমি আগে মারসি’- এই নাটক শুরু হল। আখতার ভাই বললেন, ও, মানে রিপন, আগে হাত তুলেছে। তবে রিপন ভাইএর ভার্সনটা পাওয়া যায় নাই, কারণ, দপ্টাদপ্টির কারনেই হোক আর বৃষ্টিতে ভিজেই হোক, ওনার মোবাইল এই মুহুর্তে আনরিচেব্ল।
গল্প শেষ, বাংলাদেশ।
BCL men beats up own president
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।