Khan IT Source
ইদানিং চোখ দু'টো খুব ঝাপসে যাচ্ছে
তোমাকেও বুঝি আর ভালো করে দেখা হবে না
বারান্দায় টবের সাজানো গাছ গুলোর
এখন তেমনকার মতন যত্ন নেওয়া হয় না
তাই বলে, ভয় নেই কিছুতেই আমার
এখনো যথেষ্ঠ সাহস আছে স্বপ্ন দেখার।
পশ্চিমে কখন যে সূর্য্ ডুবে গেছে টের পাইনি,
চারপাশটা কতটা অন্ধকার হতে পারে,
চিন্তা করতে পারো? কতটা দুরের হতে পারে কাছের,
কাউকে না ভালোবাসলে এভাবে বোঝা যায়?
ইদানিং বড্ড আলসেমি, এপাশ ওপাশ হলেই
শরীরটা নিছক খোলস মনে হয় শুধু।
এ্যস্ট্রেতে জমে ছাই বিষণ্ণতার ধুলো
অনিচ্ছার শেকলে বন্দি মনে হয় ভাবনা গুলো
কিছুক্ষন চেয়ারটায় দুলি, কাগজ কলম বিছানা
অগোছানো আসবাব অস্নাত মনটা গোছাই
কিছুতেই মন বসে না, দুস্তর জড়িমার সাথে
অবচেতনে কিসের যেনো উপলব্ধি বারান্তর
স্বপ্ন দেখার সাহসটাকে চেষ্টা পরাজিত করার।
তাই বলে, ভয় নেই কিছুতেই আমার
এখনো যথেষ্ঠ সাহস আছে স্বপ্ন দেখার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।