আমাদের কথা খুঁজে নিন

   

মোহাম্মদের কার্টুন ও নিষিদ্ধ ফেইসবুক!!

চলতাছে আরকি

পাকিস্তানের আদালত আজ ফেইসবুক নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছে সে দেশের টেলিকমিউনিকেশন্স অথরিটিকে (পাকিস্তান টেলিকমিউনিকেশন্স অথরিটি)। ফেইসবুক নিষিদ্ধ করার পেছনে রয়েছে ইস্লামিক লইয়ার মুভমেন্টের করা একটি আবেদন। কিন্তু ঘটনা কি? ঘটনা হল ফেইসবুকের একটি গ্রুপ। গ্রুপের নাম “Everybody draw Mohammad Day” । যে গ্রুপ নিয়ে মুসলিম বিশ্বে অন্তর্জাল যুদ্ধ শুরু হয়ে গেছে।

পুরো ঘটনা জানতে হলে আরেকটু পিছনে যেতে হবে। আমেরিকার জনপ্রিয় প্রোগ্রাম কমেডি সেন্ট্রালে প্রদর্শিত হয় কার্টুন সিরিজ সাউথ পার্ক। সাউথ পার্ক খুবই জনপ্রিয় একটি সিট কম। সাউথ পার্কের ২০১ তম পর্বে একটি চরিত্র ছিল ইসলামের নবী হযরত মোহাম্মদ। সেই পর্বে মোহাম্মদকে একটি ভালুকের পোষাকের আড়ালে দেখানো হয়।

এ পর্বটি প্রচারিত হওয়ার সাথে সাথে মুসলিমদের মধ্যে ঝড় ওঠে। সাউথ পার্ক সিরিজের দুই প্রযোজক টেরি পার্কার এবং ম্যাট স্টোনকে সন্ত্রাসীরা মৃত্যুর হুমকী দেয় । বলা হয় ২০০৪ সালে থিও ভ্যান গগ এর যে পরিনতি হয়েছিল, সেই একই পরিনতি হবে এ দু প্রযোজকের। হামলার হুমকীর পরে কমেডি সেন্ট্রাল সাউথ পার্কের ওই দৃশ্যের উপর সেন্সরশিপ আরোপ করেন। এই সেন্সরশিপ আরোপের ঘটনায় পৃথিবীর কার্টুনিস্টরা প্রতিবাদী হয়ে উঠেন।

আন্তর্জাতিক ফ্রি স্পিচ সোসাইটিগুলোও এর নিন্দা করতে থাকেন। ফ্রিডম অব স্পিচ গ্রুপ গুলো একে সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার হিসাবে বর্ননা করেন। ইতোমধ্যে সিয়াটলের কার্টুনিস্ট মলি নরিস প্রতিবাদ হিসাবে মোহাম্মদের একটি কার্টুন একে ওয়েবে প্রকাশ করেন। এর বছর কয়েক আগে ডেনিশ পত্রিকায় মোহাম্মদের ১২ টি কার্টুন নিয়ে সারা বিশ্বে তোলপাড় করে র‌্যাডিক্যাল মুসলিম সংগঠনগুলো। গত সপ্তাহেই হামলা হয়েছে আরেক ডেনিস কার্টুনিস্ট লারস ভিল্কস এর উপর।

যাই হোক মলি নরিস ২০ এপ্রিল একটি কার্টুন আকেন যেখানে তিনি ২০ মে মোহাম্মদের প্রতিকৃতি অংকন দিবস প্রস্তাব করেন। মুহুর্তের মধ্যে এই আইডিয়াটি জনপ্রিয় হয়ে ওঠে। মলি নরিস পরবর্তীতে তার আইডিয়া থেকে সরে আসেন। কারন তিনি জংগী হামলার ভয়ে ভীত ছিলেন। কিন্তু অন্যদিকে এই আইডিয়াটি জনপ্রিয় হয়ে ওঠে এবং ফেইসবুকে একটি গ্রুপ দাঁড়িয়ে যায় “এভরিবডি ড্র মোহাম্মদ ডে” নামে।

মলি নরিস এবং সাউথ পার্কের প্রযোজকেরা অবশ্য বলেছেন যে তারা এর সাথে জড়িত নন। গত দু মাসে এ গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছাকাছি হয়ে গেছে। কয়েক হাজার মোহাম্মদের কার্টুন জমা পড়েছে গ্রুপে। আগামীকাল তারা এ দিবস টি পালন করবে। কিন্তু মুসলিমরা এর প্রতিবাদে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে।

এর কাউন্টার গ্রুপ তৈরি হয়েছে ফেস বুকে। পাকিস্তানে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ। ২০ মে ফেইসবুক বর্জনের আওহান জানাচ্ছে তারা। প্রতিবাদ স্বরুপ তারা তৈরি করেছে “রেস্পেক্ট মোহাম্মদ ডে”। এই পরিস্থিতিতে পাকিস্তানের আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.